নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বিধবা মহিলা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম দেবযানী বাউরি (১৯)। তার বাড়ি রঘুনাথপুর থানার ডুমুরাকুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তার স্বামী হঠাৎ মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন । তারপর থেকেই সে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি ডুমুরাকুড়ি গ্রামে থাকতো। শনিবার রাতে পরিবারের লোকের অজান্তে বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। নজরে আসতেই পরিবারের লোকেরা তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দুপুরে রঘুনাথপুর ১নং ব্লকের বিডিও রবিশঙ্কর গুপ্তা দেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করেন। তারপর রঘুনাথপুর থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।
Post Comment