insta logo
Loading ...
×

রাতের অন্ধকারে ফরিশতা পুলিশ, নিখোঁজ ভাগ্নে ফিরল মামার কাছে

রাতের অন্ধকারে ফরিশতা পুলিশ, নিখোঁজ ভাগ্নে ফিরল মামার কাছে

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

রাতের অন্ধকারে ফরিশতা হয়ে অবতীর্ণ হলো পুলিশ। নিখোঁজ ভাগ্নেকে ফিরিয়ে দিল মামার কাছে।
বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের কুইয়াট্যাঁড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দ যোগতীর্থ ও সেবা আশ্রম নামের একটি সংস্থা দ্বারা পরিচালিত বাচ্চাদের একটি স্কুল থেকে একটি শিশু নিখোঁজ হয়ে যায়। শিশুটির নাম বিষ্ণু সিং সরদার। সোমবার বিকেল পাঁচটা নাগাদ বছর ছয়ের শিশুটি নিখোঁজ হয়ে যায়। বলরামপুর থানায় খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছান বলরামপুর থানার ওসি কৌশিক ব্যানার্জি সহ বলরামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় প্রায় ঘন্টাখানেক ধরে চলে শিশুটির খোঁজ। অবশেষে ওই বিদ্যালয়ের অদূরে একটি গর্ত থেকে বাচ্চাটিকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়। অবিলম্বে পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে আসা হয় বলরামপুর বাঁশগড় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার করার পর, পুনরায় পুলিশের গাড়িতে করে ঘাটবেড়ায় বাচ্চাটির মামা বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শিশুটির মামা অরুণ সিং সর্দার বলেন ” ভাগ্নের বাড়ি হুড়া থানার তিলাবনিতে। সে এখানে ঘাটবেড়াতে আমাদের বাড়িতে থাকে সোমবার বিকেলে বিবেকানন্দ যোগ তীর্থ ও সেবা আশ্রমের বিদ্যালয় থেকে আমার ভাগ্নে নিখোঁজ হয়ে যায়। আমরা সেখানে গিয়ে জিজ্ঞেস করলে বলা হয় এইমাত্র এখানে খেলছিল। কিন্তু এখন পাওয়া যাচ্ছে না।
তখন আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে আমার ভাগ্নেকে খুঁজে দেয়। পুলিশের এ রূপ ভূমিকায় অসংখ্য ধন্যবাদ জানাই।”

Post Comment