নিজস্ব প্রতিনিধি , হুড়া:
চুরির কাটল না ২৪ ঘণ্টাও। চুরি যাওয়া মাটি কাটার যন্ত্র উদ্ধার করল পুরুলিয়ার হুড়া থানার পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল পূর্ব বর্ধমানের বুদবুদ থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান এবং পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার ডিসেরগড় এলাকার বাসিন্দা ভোলা প্রসাদ।
বুধবার হুড়া থানায় ভাগাবাঁধ গ্রামের রফিক আনসারি গাড়ি চুরির অভিযোগ দায়ের করে জানান, ২৮ ডিসেম্বর তার চালক ওই গাড়িটি পুরুলিয়া – বাঁকুড়া ৩৪ এ জাতীয় সড়কের ধরে মঙ্গলপুর মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পের কাছে রেখে আসেন। বুধবার দেখা যায় দুপুরে গাড়ি হাওয়া। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে মঙ্গলবার ভোর ৩ টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ওই গাড়িটি চুরি করে পালাচ্ছে।

বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ ও টাওয়ার লোকেশন দেখে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কুলটি থানার সাকতোড়িয়া এলাকার একটি পরিত্যাক্ত জায়গা থেকে গাড়িটি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুজনকে। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ওই দুজনের পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়।
Post Comment