নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: গত বছর থেকে বারংবার বেসরকারিকরণ-র প্রচেষ্টা চলছে দুবেশ্বরী কোলিয়ারিকে। এই খনি বেসরকারিকরণ রুখতে চলছে আন্দোলন। ধারাবাহিকভাবে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর হস্তক্ষেপে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া দুবেশ্বরী কোলিয়ারিতে সোমবার থেকে পুনরায় কাজ শুরু হয়েছে। বিগত বছর শ্রমিকদের প্রচেষ্টায় এই কোলিয়ারি বেসরকারিকরণ রোখা গেলেও পুনরায় সমস্যা শুরু হয়েছে এই কোলিয়ারি নিয়ে। আর এবারও বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত হয়ে কোলিয়ারি
বেসরকারিকরনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। এর নেতৃত্ব দিচ্ছেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। এই আন্দোলন জোরালো হয়ে ওঠে সোমবার। গত শনিবার উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকেরা যোগাযোগ করেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর সঙ্গে। আর তারপরেই সাংসদ অরূপ চক্রবর্তী কোলিয়ারি কর্তৃপক্ষকে জানিয়ে দেন তিনি দলীয় কাজে ব্যস্ত রয়েছেন। নভেম্বরের মাঝামাঝি নাগাদ তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, “দুবেশ্বরী কোলিয়ারি কর্তৃপক্ষ শনিবার উৎপাদন বন্ধ করে দিয়েছিল। আমরা সাংসদ অরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার পর আবার যথারীতি উৎপাদন শুরু হয়েছে। এই কোলিয়ারি বেসরকারিকরণ রুখতে আমাদের আন্দোলন চলবে।”
এই কোলিয়ারির সঙ্গে যুক্ত বহু মানুষ। তাদের রুটি রুজির জোগান হয় এই কোলিয়ারির ওপর নির্ভর করে। তাই বেসরকারিকরণ রুখতে টানা আন্দোলন চলছে শ্রমিকদের। বিভিন্ন শ্রমিক সংগঠন এক হয়ে এই আন্দোলন চালাচ্ছেন।
এই আন্দোলনে শামিল হয়েছেন জমিহারারাও।
Post Comment