নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আসামের মানসিক ভারসাম্যহীন যুবককে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের এই কাজের প্রশংসা করেছে ওই পরিবার। ব্রজেন কর্মকার নামে ওই যুবকের বাড়ি আসামের উদালগুড়ি জেলার পানাড়ি থানার ভুতাইসাং সাঁন্তালপাড়া বস্তিতে। তিনি কোনোভাবে ট্রেনে করে সুদূর আসাম থেকে পুরুলিয়া চলে আসেন।
সম্প্রতি ভোর তিনটে নাগাদ পুরুলিয়া সদর থানার পুলিশের কাছে খবর আসে স্টেশন লাগোয়া লোকোশেড পাড়ায় এক যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গিয়ে থানায় নিয়ে আসে। তার সঙ্গে কথা বলেই বোঝা যায় ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সঠিকভাবে তার নাম, বাড়ির ঠিকানাও বলতে পারছেন না। কিছুক্ষণ কাউন্সেলিং করার পর শুধু সে তার গ্রামের নাম টুকু বলতে পারেন। তারপর গুগল থেকে সার্চ করে জানা যায় আসামের উদালগুড়ি জেলার পানাড়ি থানার
ভূতাইসাং সাঁন্তালপাড়ার বাসিন্দা তিনি। সঙ্গে সঙ্গে পুলিশ ওই থানার নম্বর যোগাড় করে তাদের সঙ্গে কথা বলেন। এর মধ্যে ওই যুবককে পুরুলিয়া সদর থানার পুলিশ শহরের সদরপাড়ায় অবস্থিতঅপনা ঘর আশ্রমে রেখে দিয়ে আসেন। ওই যুবকের পরিবারের লোকজন এলে সেখান থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Post Comment