সুজয় দত্ত , পুরুলিয়া:
প্রাথমিক শিক্ষার পরিধি বাড়াতে রাজ্য শিক্ষা দপ্তর ২০২৬ শিক্ষাবর্ষে রাজ্যজুড়ে ২৩৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি চালুর অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের প্রস্তাব রেখেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনুমোদিত তালিকায় স্থান পেয়েছে পুরুলিয়া জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়। ফলে ওই স্কুলগুলিতে আগামী শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণি চালু হচ্ছে।
রাজ্য শিক্ষা দপ্তরের অনুমোদনপত্র অনুযায়ী, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আওতাধীন রঘুনাথপুর–১ ও ২, পুরুলিয়া–১ ও ২, আড়শা, বাঘমুন্ডি, হুড়া, কাশীপুর, পাড়া ও বান্দোয়ান ব্লকের একাধিক বিদ্যালয় এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে আররা হরিজন প্রাইমারি, বান্দোয়ান প্রাইমারি, পুয়াড়া ও নাগড়া প্রাইমারি, পাণ্ডরমা, শুকলাড়া, চান্দরাডি, চাকিরবন, পাথরডিহি, ধনুডি, রখেড়া, তালাজুড়ি, উদয়পুর, বাঁশগ্রাম ও বামারাহ বয়েজ প্রাইমারি—সহ মোট ২০টি বিদ্যালয়।

নথি অনুযায়ী, এই সব বিদ্যালয়ে বর্তমানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা সন্তোষজনক। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও শ্রেণিকক্ষের পরিকাঠামো পঞ্চম শ্রেণি চালুর জন্য যথেষ্ট বলেই রাজ্য শিক্ষা দপ্তর মত দিয়েছে। সেই ভিত্তিতেই বিদ্যালয়গুলিকে উন্নীত করার চূড়ান্ত অনুমোদন মিলেছে।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন বলেন, “এই সিদ্ধান্তে গ্রামীণ এলাকার পড়ুয়ারা উপকৃত হবে। স্কুলছুট কমবে এবং প্রাথমিক শিক্ষার ভিত আরও মজবুত হবে। পর্ষদকে ধন্যবাদ। শিক্ষা দপ্তরকে ধন্যবাদ। আমরা ২২টি স্কুলকে পঞ্চম শ্রেণীতে উন্নীত করার জন্য আবেদন পাঠিয়েছিলাম। তারমধ্যে ২০টির অনুমোদন মিলেছে। তবে ভবিষ্যতে আরও অনুমোদন মিলবে বলেই আশা রাখছি।”











Post Comment