insta logo
Loading ...
×

পুরুলিয়ায় শীতের আমেজ অব্যাহত, পারদ ৮.৫ ডিগ্রিতে

পুরুলিয়ায় শীতের আমেজ অব্যাহত, পারদ ৮.৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

টানা দুই দিন তীব্র ঠান্ডার পর বুধবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়াল ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

যদিও পারদ এক অঙ্কের ঘরেই রয়ে গিয়েছে, ফলে সকালের কুয়াশা, হিমেল হাওয়া আর সন্ধের পর হাড়-কাঁপানো ঠান্ডা— সব মিলিয়ে শীতের আমেজ জারি রেখেছে জেলা। গ্রামাঞ্চলের বহু জায়গায় এখনই আগুন জ্বালিয়ে বসে থাকার প্রবণতা বেড়েছে।

কৃষি দফতরের তথ্য অনুযায়ী, বাঘমুন্ডি, ঝালদা, বরাবাজার ও জয়পুরে রাতের তাপমাত্রা এখনও বেশ কম। ২৫ নভেম্বর পারদ ছিল ৮.২ ডিগ্রি, তার ঠিক পরের দিনই তা সামান্য বেড়ে ৮.৫ ডিগ্রিতে দাঁড়াল। তবে তাপমাত্রা বৃদ্ধির এই ক্ষুদ্র পরিবর্তনে শীতের প্রভাব কমেনি।

Post Comment