নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
কবি ভাস্কর চক্রবর্তী লিখেছিলেন— “শীতকাল কবে আসবে সুপর্ণা?”সেই প্রশ্নের জবাব খুঁজতেই পুরুলিয়ার আকাশ-বাতাসে যেন শীতের আগমনের বার্তা ভেসে উঠেছে। আবহবিজ্ঞানীদের মতে, তাপমাত্রা যখন ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, তখনই আনুষ্ঠানিকভাবে শীতকাল শুরু হয়েছে বলে ধরা হয়। সেই হিসেবে পুরুলিয়া এখন শীতের একেবারে দ্বারপ্রান্তে। দরজায় কড়া নাড়ছে শীত।
সোমবার রাত থেকেই বাতাসে উত্তর দিকের হাওয়ার দাপট টের পাচ্ছেন জেলার বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১০টার পরও উত্তর দিক থেকে শুষ্ক ও শীতল হাওয়া বইতে থাকে। ভোরবেলায় ফ্যান বন্ধ করে রাখতে হচ্ছে, অনেকেই গায়ে নিচ্ছেন পাতলা চাদর বা ওড়না। ঘুম ভাঙতেই ঠান্ডা হাওয়া গায়ে লেগে শীতের প্রথম স্পর্শ অনুভূত হচ্ছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২ নভেম্বর পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮.৮ ডিগ্রি। ৩ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ২৮.৭ ডিগ্রিতে, আর সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টিপাত দু’দিনই শূন্য ছিল।
দিনের বেলায় এখনও সূর্যের মৃদু উষ্ণতা থাকলেও সকাল ও রাতের হাওয়ায় বইছে আগাম শীতের সুর। চা দোকানের আড্ডায় জমে উঠছে গল্প, রাস্তায় দাপট বেড়েছে ধুলোর, আর চামড়ায় শুকনো টান।
পুরুলিয়া এখন অপেক্ষায়—আর কয়েক ডিগ্রি নামলেই আনুষ্ঠানিকভাবে হাজির হবে শীত।






Post Comment