নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আরও জোরালো হচ্ছে শীতের দাপট। কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। এর আগের দিনের তুলনায় রাতের পারদ আরও নামায় শীতের অনুভূতি স্পষ্টভাবে বেড়েছে জেলাজুড়ে।
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে পুরুলিয়ায় রাতের শীত আরও বাড়ারই ইঙ্গিত মিলছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সাত দিন রাজ্যের সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় ভোরবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা নামতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।





Post Comment