insta logo
Loading ...
×

পুরুলিয়ায় ফের নামছে পারদ, শীতের আমেজ ফিরে এল প্রান্তরে

পুরুলিয়ায় ফের নামছে পারদ, শীতের আমেজ ফিরে এল প্রান্তরে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কয়েক দিনের বিরতির পর আবারও ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে পুরুলিয়ায়। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়াবিদদের মতে, গত সপ্তাহে উত্তর-পশ্চিম হাওয়ার জোগান কিছুটা কমে যাওয়ায় পারদ সামান্য বাড়লেও, সপ্তাহের শুরুতেই আবার শীতের বেগ বাড়তে শুরু করেছে। বিশেষত ভোরবেলায় কুয়াশা, আর সন্ধের পর ঠান্ডা বাতাসে নাজেহাল সাধারণ মানুষ।

কৃষি দফতরের রিপোর্ট বলছে, জেলার পশ্চিমাঞ্চল— বাঘমুন্ডি, ঝালদা, বরাবাজার ও জয়পুর— এখনও সবচেয়ে বেশি শীতপ্রবণ। সেখানে রাতে একাধিক জায়গায় আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে স্থানীয়দের।

বিশেষজ্ঞদের পূর্বাভাস, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ পরিস্থিতির জেরে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পারদ আরও দ্রুত নামতে পারে।
অতএব, পুরুলিয়ার শীত এবার দীর্ঘস্থায়ী এবং তীব্র হওয়ারই ইঙ্গিত মিলছে।

Post Comment