insta logo
Loading ...
×

শীতে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র

শীতে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র

অমরেশ দত্ত, মানবাজার :

ফের ফিরছে তীব্র শীত। হাড় কাঁপানো ঠান্ডা জড়িয়ে ধরছে পুরুলিয়াকে। এরই মধ্যে ১১৬ জন অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। মানবাজার রাধামাধব বিদ্যায়তনের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সৌরীন্দ্রমোহন মিশ্র এবং স্বর্গীয়া পার্বতী সিংহ হাঁসদার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদিন মানবাজার অঞ্চলের ঘাঘরা ও অক্ষয়পুর গ্রামের ১১৬ জন দুঃস্থ মানুষের হাতে উপহার হিসাবে কম্বল প্রদান করা হয়। উদ্যোক্তাদের পক্ষে ডা. সুরজিত সিংহ হাঁসদা ও অমিতাভ মিশ্র গ্রামবাসীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই কর্মসূচিতে বুদ্ধেশ্বর বাউরী, অনিমেষ মিশ্র, অসীম মিশ্র, শান্তিপদ বাউরী, অনাদি বাউরী সহ স্থানীয় মানুষেরা উপস্থিত ছিলেন। এই তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা।‌

Post Comment