insta logo
Loading ...
×

প্রদীপের আলো কি গোচাবে দীপাবলির আঁধার? বৃষ্টিতে সমস্যায় মানবাজার ও বলরামপুরের মৃৎশিল্পীরা

প্রদীপের আলো কি গোচাবে দীপাবলির আঁধার? বৃষ্টিতে সমস্যায় মানবাজার ও বলরামপুরের মৃৎশিল্পীরা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর ও মানবাজার:

আর সাতটা দিনও হাতে নেই। তারপরেই কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। কিন্তু যেভাবে ডানার পরোক্ষ প্রভাব পড়েছে দক্ষিণ পুরুলিয়ায়। তাতে প্রদীপ তৈরি করা শিল্পীরা চরম সমস্যায় পড়েছেন। প্রদীপ তৈরি হলেও তা শুকনো যাচ্ছে না রোদ না থাকায়। এরপর রয়েছে পোড়ানো। ফলে হাতে তৈরি করা প্রদীপ বাজারে এনে বিক্রি করতে পারবেন তো? এই আশঙ্কায় মানবাজারের মৃৎশিল্পীরা। কারণ এই জেলায় সুপার সাইক্লোন ‘ডানা’-র পরোক্ষ প্রভাব সবচেয়ে বেশি পড়ে দক্ষিণ পুরুলিয়ায়। মানবাজার মাঝপাড়ার প্রদীপ প্রস্তুতকারক দিলীপ কুম্ভকার বলেন, ” একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো । এখন বাজারে নানান রকমের আলো চলে আসায় মাটির প্রদীপের বিক্রি অনেকটাই তলানিতে ঠেকেছে। এবার কালীপুজোর আগে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমরা সমস্যায় পড়েছি। বুঝতে পারছি না হাতে তৈরি করা প্রদীপ কালীপুজোর আগে বাজারে নিয়ে যেতে পারবো কিনা।”

একই অবস্থা বলরামপুরের কালি প্রতিমা তৈরিতেও। বরাত মিলেছে অনেকই। প্রতিমা তৈরীর কাজও শেষ। চলছে রং। কিন্তু সেই রং শুকোতে বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের। বলরামপুরের মৃৎশিল্পী রঞ্জিত পাল, অরুণ দত্ত বলেন, ” বৈদ্যুতিক পাখা, বাতি দিয়ে মূর্তি শুকাতে হচ্ছে। ফলে বিদ্যুৎ খরচ হচ্ছে। এই খরচ কিন্তু উঠবে না। ফলে এবার কতটা লাভের মুখ দেখব বুঝতে পারছি না। “

Post Comment