insta logo
Loading ...
×

ফের আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজ?

ফের আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজ?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

চুক্তিভিত্তিক চার নিরাপত্তাকর্মীকে বদলি করার প্রতিবাদে টানা অবস্থান বিক্ষোভ চলছেই পুরুলিয়ার ছররার সোলার ইউনিটে। পুরুলিয়া শহরের উপকণ্ঠে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডব্লিউবিএসইডিসিএল) ছররা ১০ মেগাওয়াট সোলার পিভি পাওয়ার প্ল্যান্টে গত ২৯ নভেম্বর রাত ১০টা থেকে বিক্ষোভে বসেছেন ওই নিরাপত্তাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, বৃহৎ এই প্রকল্পে চুরির ঘটনার দায় চাপিয়ে চার জন নিরাপত্তাকর্মীকে অন্যত্র বদলি করেছে প্রাইভেট এজেন্সি ব্রাইট সিকিউরিটি সার্ভিসেস। বদলির নির্দেশ কার্যকর হওয়ার কথা ছিল ১ ডিসেম্বর থেকে। তার আগেই একাধিক দাবি-দাওয়া তুলে ধরে কাজে যোগ না দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা।

বর্তমানে ওই এজেন্সির অধীনে ১৩ জন চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মী রয়েছেন। অভিযোগ, তাঁদের কেউই কাজে যোগ দিচ্ছেন না। ফলে ৫১ একর জুড়ে থাকা সোলার প্ল্যান্ট কার্যত অরক্ষিত হয়ে পড়েছে। রাতেও কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই চলছে প্রকল্পের কাজ। উপরন্তু, পর্যাপ্ত সিসিটিভি না থাকায় নিরাপত্তা আরও দুর্বল বলে দাবি কর্মীদের।

এই পরিস্থিতির খবর পৌঁছেছে বিদ্যুৎ ভবনেও। ডব্লিউবিএসইডিসিএলের মুখ্য নিরাপত্তা আধিকারিক কুনাল মজুমদার বলেন, “ওই কর্মীরা একটি প্রাইভেট এজেন্সির অধীনে কাজ করেন। সংস্থার সঙ্গে তাঁদের কোনও সরাসরি সম্পর্ক নেই। এজেন্সিকেই দ্রুত পরিস্থিতি সামাল দিতে বলা হয়েছে।”

সংস্থার সূত্রে জানা গিয়েছে, বদলি হওয়া চার জন হলেন লব বাউরি, বাপি বাউরি, জয়দেব দাস ও বাবলু মাহাতো। তাঁদের যথাক্রমে পুরুলিয়া ডিভিশন স্টোর, পুরুলিয়া প্রজেক্ট স্টোর, ছররা সাব-স্টেশন ও চাকদা সিসিসিতে পাঠানো হয়েছে।

বিক্ষোভকারী বাবলু মাহাতো ও লব বাউরির অভিযোগ, “এত বড় প্রকল্পে সিসিটিভির যথাযথ ব্যবস্থা নেই। যা আছে, তাও প্রায়ই খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়, আমরা জানি না। কিন্তু কিছু চুরি হলেই আমাদের দোষী করা হয়। পুলিশি তদন্ত হোক। দোষী প্রমাণিত হলে শাস্তি হোক। কিন্তু অপবাদ দিয়ে বদলি আমরা মানব না।” তাঁদের আরও দাবি, গত এক বছর ধরে নিয়মমাফিক মজুরি ও প্রাপ্য পাচ্ছেন না তাঁরা। ২০১৬ সাল থেকে ওই প্রকল্পে কাজ করছেন তাঁরা।

এ ঘটনায় হস্তক্ষেপ করেছে আদিবাসী কুড়মি সমাজ। সংগঠনের প্রধান নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “যেখানেই শ্রমিক শোষণ, সেখানেই আমাদের আন্দোলন। চুরির অপবাদ দিয়ে নিরাপত্তাকর্মীদের অন্যায়ভাবে বদলি করা হয়েছে। পাশাপাশি তাঁরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। এর দায় ডব্লিউবিএসইডিসিএলের পুরুলিয়া রিজিওনাল ম্যানেজারের।” তাঁর অভিযোগ, রিজিওনাল ম্যানেজারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিজিওনাল ম্যানেজার রজত টিকাদার। তাঁর বক্তব্য, “সোলার পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা আমার এক্তিয়ারভুক্ত নয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রমাণ ছাড়া অভিযোগের কোনও মূল্য নেই।”

এদিকে আদিবাসী কুড়মি সমাজ জানিয়েছে, বদলি ও মজুরি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান না হলে শীঘ্রই রিজিওনাল ম্যানেজারের কার্যালয় ঘেরাও করা হবে।

Post Comment