নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
টুরগা প্রকল্পে স্থানীয় যুবকদের কাজে অগ্রাধিকার দিতে হবে। এমন দাবি তুলল বিজেপি। বুধবার পুরুলিয়া পাম্পড স্টোরেজ কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভ করে এই দাবিই তুলে ধরে রাজ্যের প্রধান বিরোধী দল। দীর্ঘ ৫ বছর ধরে এই প্রকল্প নিয়ে ছিলো জটিলতা। আপাতত এই প্রকল্পের অনুমোদন মিলেছে।
অযোধ্যা পাহাড়ের টুরগা নালাকে ঘিরে তৈরি হচ্ছে জল বিদ্যুৎ প্রকল্প। প্রায় ২৩৪ হেক্টর জমি ধার্য্য হয়েছে। বাজেট সাড়ে ৪ হাজার কোটি টাকা। প্রস্তাবিত টুরগা জল বিদ্যুৎ প্রকল্প ২৫০ মেগাওয়েট করে চারটি ইউনিটে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
বিজেপির নব নির্বাচিত পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, ” পিপিএসপিতে অস্থায়ী কর্মচারীরা কোনরকম সুযোগ-সুবিধা পান না। সিকিউরিটি গার্ড, চালক, মালিদের ১২ থেকে ১৬ ঘণ্টা অমানুষিক পরিশ্রম করতে হয়। তাঁদের কাজ ভীষণ ঝুঁকিপূর্ণ। অথচ বেতন ১০ হাজারের নিচে।
টুরগা জলবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় মানুষজনকে কাজ দিতে হবে। দেখতে হবে কোন অবস্থাতেই যেন সেই কর্মীদের দশা পিপিএসপি প্রকল্পের শ্রমিকদের মতো না হয়। আমাদের দাবি পিপিএসপি প্রকল্পে সিকিউরিটি, ড্রাইভার মালিদেরকে স্থায়ীকরণ করতে হবে।”
এই সকল দাবি নিয়ে বিজেপি পিপিএসপিকে স্মারকলিপিও প্রদান করেছে। তাঁদের দাবি, পিপিএসপি প্রকল্প এলাকার ৫ কিলোমিটারের মধ্যে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে। এবার তাদের দাবি হাইজ্যাক করল বিজেপি।
বাঘমুন্ডি ব্লকের বিজেপির আহ্বায়ক তথা পুরুলিয়া জেলা
পরিষদের বিজেপি সদস্য রাকেশ মাহাতো বলেন, ” পিপিএসপির অস্থায়ী কর্মচারীদের সবেতন ছুটি দিতে হবে। দাবি মতো তাদের ভাতা দিতে হবে। এই দাবিগুলি টুরগা প্রকল্প শুরুর আগে পূরণ করতে হবে। না হলে পিপিএসপিতে তালা লাগিয়ে দেব।”
পিপিএসপি কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
Post Comment