insta logo
Loading ...
×

বন্যপ্রাণীর হামলা। ফের ছিন্ন ভিন্ন ৬ দেহ , চাঞ্চল্য

বন্যপ্রাণীর হামলা। ফের ছিন্ন ভিন্ন ৬ দেহ , চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

ফের হিংস্র বন্যপ্রাণী গৃহস্থের গোয়ালে ঢুকে চালালো হামলা। হামলায় মৃত্যু হয়েছে ৬ টি ভেড়ার। জখম একটি। এছাড়াও নিখোঁজ রয়েছে আরো দুটি। ঘটনাটি সোমবার সকালে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের গোবরান্ধা গ্রামে।

এর আগে ওই গ্রামেই শুক্রবার রাতে হিংস্র বন্যপ্রাণীর হামলায় মৃত্যু হয়েছে ন’টি ভেড়ার। ছড়িয়ে ছিটিয়ে খোবলানো পোষ্যগুলির দেহ পড়ে রয়েছে।শনিবার সকালে এমন দৃশ্য দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া জেলার কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর রেঞ্জের গোবরান্দা গ্রামে।

রবিবার রাতে গোবরান্দা গ্রামের বাসিন্দা হারু বাউরির গোয়াল ঘরে কয়েকটি অজানা বন্যপ্রাণী ঢুকে হামলা চালায়। ওই গোয়াল ঘরে ভেড়ার পাশাপশি ওই কৃষকের কয়েকটি ছাগল ও গরু ছিল। কিন্তু এদিন দেখা যায় মাটির পাঁচিলের ওই গোয়াল ঘর থেকে কিছুটা দূরে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত কয়েকটি ভেড়ার মৃতদেহ।

বনদপ্তর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিজের গোয়াল ঘরে সমস্ত পোষ্যদের রেখেছিলেন গোবরান্দার বাসিন্দা হনু বাউরী। মাঝরাতে তাদের ছটফট করার শব্দ শুনতে পান তিনি।

পরে দেখেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৭ টি ভেড়ার মৃতদেহ। নিখোঁজ আরও দুটি ভেড়া। খবর পেয়ে দলবল সহ গ্রামে পৌঁছান রঘুনাথপুর বনাঞ্চলের আধিকারিক নীলাদ্রি শখা। বিভিন্ন জায়গায় পায়ের ছাপ ও মাটিতে আঁচড়ের ছবির নমুনা সংগ্রহ করেন তাঁরা। উদ্ধার হওয়া খোবলানো মৃতদেহগুলি উদ্ধার করে স্থানীয় প্রাণী চিকিৎসা কেন্দ্রে ময়না তদন্তে পাঠানো হয়।

সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর। আধিকারিকদের অনুমান ভেড়াদের ওপর এই হামলা চালিয়েছে নেকড়ের দল। কারণ ভারতীয় ধূসর নেকড়েরা জোট বেঁধে হামলা চালায়। তেমনি নমুনা মিলেছে এই ঘটনায়। এই এলাকায় নেকড়ের আবাসস্থল কোথায়? খোঁজখবর শুরু হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

সোমবার সকালে গ্রামে পৌঁছান রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ,মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ, রঘুনাথপুর ২ ব্লকের বিডিও পঙ্কজ দাস, রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডল ও রঘুনাথপুর রেঞ্জ আধিকারিক নীলাদ্রি শখা।

বিকেলে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের সাথে কথা বলার পাশাপশি ওই এলাকা ঘুরে দেখেন কংসাবতী উত্তর বনবিভাগের ডিএফও বিপাশা পারুল।

Post Comment