নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল স্কুটি। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর। গুরুতর আহত স্বামী। দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যায় পুরুলিয়া বরাকর রাস্তায় বুন্দলা ব্রিজের ওপর। স্কুটির আরোহী ছিলেন নিতুড়িয়া থানার লালপুর গ্রামের এক দম্পতি দয়াময় ও সঙ্গীত মন্ডল। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি উলটে গেলে গুরুতর জখম হন ওই দম্পতি। তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক সঙ্গীতা মডল (৩৫)কে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলছে দয়াময়বাবুর।
Post Comment