নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
এন ও সি দিচ্ছে না রাজ্য সরকার। আর তাই থমকে বাঘমুন্ডি বিধানসভার সুইসা ও তোড়াং রেল স্টেশনের দুটি নির্মীয়মান ওভারব্রিজ। মঞ্জুর করেছে কেন্দ্র । হয়েছে শিলান্যাস। ঠিকাদার শুরু করেছে কাজ।কেন্দ্র সরকার রাজ্যকে পরপর ৮ টি চিঠি দিলেও রাজ্য সরকারের তরফে এন ও সি মেলেনি। আর তাতেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার ঝালদা মহকুমা দপ্তরে ডেপুটেশন দিতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো। এদিন শংকরবাবু বলেন, “এন ও সি চেয়ে কেন্দ্র সরকার রাজ্যকে পরপর ৮ টি চিঠি দিয়েছে। তবু কর্ণপাত করেনি রাজ্য সরকার। এই ওভারব্রিজ দুটি না হওয়ায় খুবই সমস্যার মধ্যে রয়েছেন এলাকার মানুষ। ছাত্র-ছাত্রী দের জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পার করে যেতে হচ্ছে স্কুল। অ্যাম্বুলেন্স পারাপারে অসুবিধা হচ্ছে। চাষিরা সমস্যায় পড়ছেন। তোড়াং স্টেশনের ওভারব্রিজটি নির্মাণ হলে এলাকার পারডি, পুতিডি, পুস্তি, ভাকুয়াডি সহ ২৫ টি গ্রাম উপকৃত হবে। ঝাড়খন্ডের সাথে বাড়বে যোগাযোগ। সুইসার ক্ষেত্রে ২০টিরও বেশি গ্রাম উপকৃত হবে। শুধু কেন্দ্র সরকারের কাজ বলে রাজ্য দিচ্ছে না এনওসি। তাই ঝালদা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল। আগামী ১৫ দিনের মধ্যে এর সমাধান না হলে ধর্নায় বসবে বিজেপি।”
বাঘমুন্ডি ১ নং মন্ডল বিজেপি সভাপতি সঞ্জয় সিংহ দেও বলেন,” কেন্দ্রের দেওয়া ফিফটিন্থ ফিনান্সের টাকা সঠিক জায়গায় খরচ করছে না রাজ্য সরকার। বিভিন্ন জায়গাতে অনিয়ম হচ্ছে। এতে নানান সমস্যা তৈরি হচ্ছে। পছন্দ মতো ব্যক্তি টেন্ডার না পেলে সেই টেন্ডার বাতিল করা হচ্ছে নানা অজুহাতে। তাই জমে থাকছে টাকা। এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন রয়েছে।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদা শহর মন্ডল সভাপতি মৌসুমী ব্যানার্জ্জী, বর্ষীয়ান নেতা শ্রীপতি মাহাত, মৃনাল মুখার্জি, মতিলাল মাহাত সহ আরো অনেকে।
Post Comment