নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক বালকের। পুলিশ জানিয়েছে, মৃত বালকের নাম সৌম্যদীপ জীবন (১২)। তার বাড়ি টামনা থানার চাকদা কলোনি এলাকায়। সোমবার বেলা ১২ টা নাগাদ গ্রামের একটি পুকুরে স্নান করতে গেলে জলে তলিয়ে যায়। আড়াই ঘণ্টা পর দুপুর আড়াইটা নাগাদ তাকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়।
Post Comment