নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া : বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত করা হল জেলার চার মহকুমার নির্বাচিত পুজো কমিটিগুলিকে। পুরুলিয়া সদর মহকুমায় সেরা পূজার সম্মান উঠল রেনি রোড দেবীমেলা সর্বজনীন পুজো কমিটির হাতে। সেরা প্রতিমার শিরোপা উঠল জেলিয়াপাড়া ধীবর সমিতির মাথায়। সেরা মণ্ডপ আমলাপাড়া সর্বজনীন। সেরা সমাজ সচেতনতার পুরস্কার পেল নর্থ লেক রোড জয়তারা কমিটি, তেলকল পাড়া ষোলআনা ও অলংগীডাঙ্গা সর্বজনীন। রঘুনাথপুর মহকুমায় সেরা পূজার সম্মান উঠল সরবড়ি সর্বজনীন ও নিতুড়িয়া দুবেশ্বরী কোলিয়ারি পুজো কমিটির হাতে। সেরা প্রতিমার শিরোপা উঠল রঘুনাথপুর মিশন রোড সর্বজনীনের মাথায়। সেরা মণ্ডপ নিউ সর্বজনীন পারবেলিয়া কোলিয়ারি। ঝালদা মহকুমার সেরা প্রতিমার সম্মান পেলো ঝালদা নামোপাড়া। অন্যদিকে মানবাজার মহকুমার সেরা মণ্ডপের শিরোপা উঠল মানবাজার গ্রাম্য যোগাশ্রম দুর্গাপূজা কমিটির মাথায়।
Post Comment