অমরেশ দত্ত, মানবাজার:
তীব্র জল সঙ্কটে মানবাজার এলাকায় মানুষজন। চার দিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন এলাকাবাসী। এই দাবীকে সামনে রেখে মানবাজারে বিক্ষোভ মিছিল সিপিআই(এম)’এর। পানীয় জলের দাবীতে সোমবার সন্ধ্যায় সিপিআই(এম)’এর পক্ষ থেকে একটি মিছিল মানবাজার হাসপাতাল মোড়ে শুরু হয়। সারা মহকুমা শহর পরিক্রমা করে। সিপিআই(এম) পুরুলিয়া জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী বলেন, “বামফ্রন্টের সময় থেকে মানবাজার শহর সহ পার্শ্ববর্তী এলাকায় পানীয় জল প্রকল্প শুরু হয়েছিল। একটা দীর্ঘ সময় ধরে এলাকার মানুষজন পানীয়জলে অভ্যস্ত হয়ে আছে। চার দিন ধরে পানীয় জল সরবরাহ নেই। সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও মিলেছে শুধু আশ্বাস। সমস্যা সমাধান হয়নি। তাই যাতে দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হয় এই আশা রাখছি।”
Post Comment