insta logo
Loading ...
×

পুজো এলেই স্বর্গ থেকে ফিরে আসেন হাড়িরাম

পুজো এলেই স্বর্গ থেকে ফিরে আসেন হাড়িরাম

বিশ্বজিত সিং সর্দার

তিনি ছিলেন নাটুয়া নাচের প্রবাদপ্রতিম শিল্পী। তাঁর নামে ভারত বিখ্যাত হয়ে উঠেছিল পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের পাঁড়দ্দা গ্রাম। তিনি হাড়িরাম কালিন্দী। বার্ধক্য জনিত কারণে ২০২১ সালের ১৪ই অক্টোবর প্রয়াত হন তিনি। কিন্তু দুর্গা পূজা এলেই যেন স্বর্গ থেকে ফিরে আসেন গ্রামে। না বাস্তবে নয়, মানুষের স্মৃতিতে।
তাঁর গ্রাম পাঁড়দ্দা মূলত ঢাকিদের গ্রাম নামেই পরিচিত। গ্রামের বেশিরভাগ মানুষের রুজি রুটির জোগাড় হয় ঢাক বাজিয়ে। এই গ্রাম জন সমক্ষে পরিচিতি পায় পুরুলিয়ার লোকসংস্কৃতির জগতের উজ্জ্বল নাম হাড়িরাম কালিন্দীর কারণে। তাঁর নৃত্য প্রদর্শনে মুগ্ধ হয়েছেন বাংলা তথা সারা দেশের বহু বিখ্যাত ব্যক্তিরা। পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্তে নাটুয়া নৃত্য পরিবেশন করেছেন তিনি। নিজের প্রতিভার জন্য পেয়েছেন বহু পুরস্কার।
তাঁর ভাবধারাকে সামনে রেখে নাটুয়া শিল্পকে বাঁচিয়ে রেখেছেন গ্রামের অন্যান্য নাটুয়া শিল্পীরা। এই গ্রামে ঢাকিদের পুজোর আগে বরাত কেমন রয়েছে। কেমন ভাবে কাটছে ঢাকীদের জীবন, হাড়িরাম কালিন্দীর অবর্তমানে, জানালেন পাঁড়দ্দা গ্রামের ঢাকিরা। প্রয়াত শিল্পী হাড়িরাম কালিন্দীর স্মৃতিচারণ করলেন তাঁর ছেলে কম্পাউন্ডার কালিন্দী। তিনি জানিয়েছেন তাঁর বাবা ২০২১ সালে দুর্গা পুজোর নবমীর দিন ইহজগৎ ছেড়ে চলে যান। তাই দুর্গোৎসব এলেই ভীষণ ভাবে মনে পড়ে যায় তাঁর স্মৃতি। তাঁকে স্মৃতির মধ্যে আগলে রেখেই পাঁড়দ্দা গ্রামে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি।

দেখুন ভিডিও

Post Comment