সুজয় দত্ত :
হাতে মাইক তুলে নিয়েছেন পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালি। না ভাষণ দিতে নয়, ক্যুইজ পরিচালনা করতে। আর তাঁর ক্যুইজ পরিচালনা খুব আনন্দ দিল জেলার গর্ব পুরুলিয়ার আমডিহায় স্থিত শিশু শিক্ষা কেন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের কচিকাঁচাদের। সোমবার পুরুলিয়া শহরের সদর ২ নম্বর চক্রের অন্তর্গত ৬২ বছরের এই ঐতিহ্যবাহী শিক্ষায়তনটির বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়ার পৌরপ্রধান নবেন্দু মাহালী, ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর পার্থ চক্রবর্তী, সহকারী বিদ্যালয় পরিদর্শক সুজয় বসু, সদর ২ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক টুম্পা চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর প্রদীপ ডাগা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত মন্ডল, বিশিষ্ট শিক্ষক বিমলকান্ত মাহাতো, প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। প্রারম্ভিক বক্তব্যে প্রধানশিক্ষক দিলীপ কুমার মন্ডল অনুষ্ঠানের মূল সুরটি বেঁধে দেন। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্য পরিবেশনের পর শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ,গান আবৃত্তি, নাটক, পিরামিড ইত্যাদি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দীর্ঘক্ষণ ধরে চলা সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা প্রীতিলতা কুমার।
Post Comment