insta logo
Loading ...
×

এ কী দাবি করল নাগরিক মঞ্চ?

এ কী দাবি করল নাগরিক মঞ্চ?

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

বলরামপুরের কমিউনিটি হলটি দ্রুত পুলিশের হাত থেকে নিয়ে জনগনের জন্য খুলে দিতে হবে।শিশুদের জন্য গড়ে তুলতে হবে একটি উদ্যান , বেড়মা ও দাঁতিয়াতে স্থিত স্পঞ্জ আয়রন কারখানাগুলো থেকে যে দূষণ ছড়াচ্ছে এলাকায়, তা নিয়ন্ত্রণ করতে হবে। ডেলিমার্কেটটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে নিয়মিত।
এমন এক গুচ্ছ দাবি নিয়ে এবার বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে স্মারকলিপি জমা দিলেন বলরামপুর নাগরিক মঞ্চের সদস্যরা। শুক্রবার মঞ্চের একটি প্রতিনিধি দল মোট ১৫ দফা দাবি নিয়ে একটি দাবিপত্র জমা দেন। উপস্থিত ছিলেন বলরামপুর নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি হিকিম চন্দ্র মাঝি, মঞ্চের সদস্য প্রিয়ব্রত বক্সি, সদস্য সুপ্রিয় মুখার্জী, সদস্য দীপক বর্মন প্রমুখ।

মঞ্চের দাবি, গ্রীষ্মের আগেই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করতে হবে। করতে হবে বাসস্ট্যান্ডের উন্নতি। বলরামপুরের বিডিও সৌগত চৌধুরি জানান, সমস্ত দাবীগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দাবিগুলি নিয়ে জেলাস্তরে জানানো হবে।”

Post Comment