insta logo
Loading ...
×

সুপ্রিম কোর্টের রায়ে কী বলছেন যোগ্যরা?

সুপ্রিম কোর্টের রায়ে কী বলছেন যোগ্যরা?

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

রাজ্য করেছিল আবেদন। আর তাতে সাড়া দিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত না হওয়া শিক্ষকদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে বৃহস্পতিবার এও বলেছে, ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া।

তাহলে কি স্কুলে যাবেন শিক্ষকেরা?

পুরুলিয়ার যোগ্য শিক্ষক- শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে তথা বরাবাজারের বদলডি
হাইস্কুলের শিক্ষক
মলয় মুখোপাধ্যায় বলেন, “এই রায়ে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে কারা যোগ্য আর কারা অযোগ্য। ৩১ ডিসেম্বর পর্যন্ত কারা স্কুলে যাবেন আর কারা যাবেন না তা বলে দিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়। আমরা স্কুলে যাব কি না সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোন নির্দেশ আসেনি। আমরা ব্যক্তিগতভাবে কী করব সেটাও ঠিক করে উঠতে পারিনি। এরপর আমরা ‘রিভিউ পিটিশন’-এ যাব। সেখানে খারিজ হলে ‘কিউরেটিভ পিটিশন’ এমনকি ‘কনস্টিটিউশনাল বেঞ্চ’-পর্যন্ত যাব। জীবন জীবিকার অধিকার নিয়ে সংবিধানের ২১ নম্বর ধারায় আমাদের আইনি লড়াই চলবে।”

ওই সংগঠনের কো-অর্ডিনেটর তথা ওই সংগঠনের রাজ্যের কমিটির কোর মেম্বার শুভাশিস পান বলেন, “আমরা এই পদের জন্য আর কোন পরীক্ষা দেবো না। এটা আমাদের স্ট্যান্ড। “

এদিন বিকালে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের কাছে পুরুলিয়ার যোগ্য চাকরিহারারা জমায়েত করে যোগ্য শিক্ষক- শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নেন। তাঁরা জানান চাকরি ফিরে পেতে আন্দোলনের পাশাপাশি তাদের আইনি লড়াই চলবে।

Post Comment