insta logo
Loading ...
×

মিঠুন চক্রবর্তীকে নিয়ে এ কী বলে বসলেন দেবাংশু?

মিঠুন চক্রবর্তীকে নিয়ে এ কী বলে বসলেন দেবাংশু?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর এর প্রতিবাদে সভা অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। শনিবার এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। সভার মুখ্য বক্তা ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। আর এই সভা থেকে তিনি সরাসরি বিঁধলেন মিঠুন চক্রবর্তীকে। তিনি বলেন, বিপদের দিনে বাংলার মানুষ মিঠুন চক্রবর্তীকে তো কাছে পান না।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন দেবাংশু। অতীতে গুজরাটের যে সেটআপ ছিল সেটাই এখন দেশের সেটআপ বলে আক্রমণ করেন তিনি । তাই বিজেপিকে কোন ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। বিজেপিকে সমর্থন করলে বাংলাকে বিক্রি করে দিয়ে গুজরাট বানিয়ে দেবে। এমন অভিযোগও করেন দেবাংশু।

এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সরেন , শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার , বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত প্রমুখ।

Post Comment