insta logo
Loading ...
×

কোদাল বেলচা হাতে এ কী করছেন গ্রামবাসীরা!

কোদাল বেলচা হাতে এ কী করছেন গ্রামবাসীরা!

অমরেশ দত্ত, পুঞ্চা:

সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা। কাজ হয়নি আবেদন নিবেদনে। এবার কোদাল- বেলচা হাতে কাজ শুরু করলেন গ্রামবাসীরা।

পুঞ্চা ব্লকের মোহনগড়া এলাকায় নিজেরাই কোদাল বেলচা নিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার কোন সুরাহা। রাস্তা না হওয়ার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে সংকট তৈরি হচ্ছে। এছাড়াও ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে আসতেও অসুবিধেয় পড়তে হয়। গ্রামে গাড়ি ঢুকতে পারে না। তাই আমরা আর প্রশাসনের ভরসায় না থেকে নিজেরাই রাস্তা তৈরি করতে নেমে পড়েছি।” 

পুঞ্চা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বীপ চ্যাটার্জী বলেন, “লিখিত ভাবে অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রাস্তা মঞ্জুর হলে রাস্তার কাজ শুরু হবে।”

Post Comment