insta logo
Loading ...
×

৫ বছরের শিশুকন্যার ওপর এ কী পাশবিক অত্যাচার! কী সাজা যুবকের?

৫ বছরের শিশুকন্যার ওপর এ কী পাশবিক অত্যাচার! কী সাজা যুবকের?

নিজস্ব প্রতিনিধি, বোরো

পাঁচ বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ে প্রতিবেশী এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। শনিবার পুরুলিয়ার বিশেষ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রানা দাম এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী সুশান্ত মান্ডির বাড়ি বোরো থানার এক গ্রামে।

সরকারি আইনজীবী অনন্ত বন্দ্যোপাধ্যায় জানান, “তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সঙ্গে দশ হাজার টাকার জরিমানাও ধার্য করা হয়েছে।” একইসঙ্গে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন বিচারক।

২০১৪ সালের ডিসেম্বরের এক দুপুরে বাড়ির বাইরে খেলছিল বছর পাঁচের ওই বালিকা। অভিযোগ, সেই সময় প্রতিবেশী যুবক তাকে জোর করে তুলে নিয়ে পাশের জঙ্গলে যায় এবং সেখানে তাকে নির্যাতন করা হয়। রক্তপাত শুরু হলে অভিযুক্ত শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা–মা বিষয়টি জানতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর পরিবারের তরফে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পকসো আইনে মামলা রুজু করে সুশান্ত মান্ডিকে গ্রেফতার করে পুলিশ।

Post Comment