insta logo
Loading ...
×

পুরুলিয়ায় নামছে পারদ, জমে উঠছে শীতের আমেজ

পুরুলিয়ায় নামছে পারদ, জমে উঠছে শীতের আমেজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

১২ নভেম্বর ঝাড়খণ্ড ও ওড়িশায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা: আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ছত্তিশগড়ে ১৪ নভেম্বর এবং ওড়িশা-ঝাড়খণ্ডে ১২ নভেম্বর শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ক্রমে বাড়ছে ঠান্ডার তীব্রতা। সোমবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি। নভেম্বরের মাঝামাঝি পৌঁছনোর আগেই জেলার বিভিন্ন প্রান্তে সকালে কুয়াশা পড়তে শুরু করেছে।

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার (১১ নভেম্বর) পুরুলিয়ার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, সরকারি দফতরগুলির হিসেবের তারতম্য থাকলেও, দুই রিপোর্টেই স্পষ্ট— পশ্চিমাঞ্চলের এই জেলা রাজ্যের অন্যতম শীতলতম অঞ্চলে পরিণত হচ্ছে দ্রুত।

তুলনায় কালিম্পংয়ের (আলিপুর রিপোর্ট অনুযায়ী) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, পাহাড়ি জেলার চেয়েও কমে গেছে পুরুলিয়ার পারদ।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের কারণে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পারদ দ্রুত নামছে। পুরুলিয়ার মতো শুষ্ক জেলায় তাপমাত্রা পতনের হার আরও স্পষ্ট।

কৃষি দফতরের পর্যবেক্ষণ বলছে, দিনে গরম ভাব থাকলেও রাতে হালকা কম্বল বা চাদরের প্রয়োজন পড়ছে গ্রামাঞ্চলে। স্থানীয় কৃষকদের মতে, এমন ঠান্ডা আবহাওয়া ধান কাটার সময়ে সুবিধাজনক হলেও ভোরের শিশিরে শস্য রক্ষা করতে বাড়তি সতর্কতা প্রয়োজন।

Post Comment