নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শীতের লড়াইয়ে পাহাড়কে টেক্কা দিল মালভূমি! কৃষি দফতরের সর্বশেষ তথ্য বলছে, রবিবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াসে— যা এই মরসুমের এখন পর্যন্ত সবচেয়ে কম এবং উত্তরবঙ্গের কালিম্পংয়ের চেয়েও নিচে। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।
অন্যদিকে, জেলা প্রশাসনের তরফে আলিপুর আবহাওয়া দফতরে পাঠানো তথ্যে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয়েছে ৩০.৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে যে হিসেবেই দেখা হোক না কেন, পুরুলিয়া এবার শীতের প্রথম রাউন্ডে পিছনে ফেলেছে পাহাড়ি জেলা কালিম্পংকে— যেখানে রবিবার সর্বনিম্ন পারদ ছিল ১৬ ডিগ্রি।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে দ্রুত নামছে পারদ। ফলে নভেম্বরের মধ্যভাগ থেকেই পুরুলিয়ার জেলাজুড়ে শীতের দাপট আরও বাড়ার সম্ভাবনা।






Post Comment