নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অক্ষরে অক্ষরে মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। লা নিনার দাপটে বাংলার শীত আরও জাঁকিয়ে বসছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই দ্রুত নেমে যাচ্ছে পারদ। আজ, রবিবার থেকেই আরও ঠান্ডা পড়ার পূর্বাভাস জারি হয়েছে। তার আগেই শনিবার সন্ধ্যা থেকে পুরুলিয়াবাসী টের পেয়েছেন হাড়–কাঁপানো হাওয়া।
কিন্তু এই সময়েই বিপাকে জেলা কৃষি দফতর। হাতোয়াড়ায় কৃষি দফতরের যে তাপমাত্রামাপক যন্ত্র ছিল, সেটি নষ্ট হয়ে পড়েছে বেশ কিছুদিন। ফলে জেলার নিজস্ব তাপমাত্রা পরিমাপের কোনও সরকারি তথ্য আপাতত মিলছে না। সাধারণত কৃষি দফতরের মাপে যে তাপমাত্রা পাওয়া যায়, তা আলিপুরের থেকে গড়ে ৫–৬ ডিগ্রি কম থাকে। ফলে বাস্তবে পুরুলিয়ায় পারদ যে আরও নিচে নামছে, তা বলাই বাহুল্য।
রাজ্যের অন্যান্য জেলাতেও শীতের দাপট বাড়ছে। আলিপুরে ন্যূনতম তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, দমদমে ১৫.৬। দক্ষিণবঙ্গেই শীতের কামড় পরিষ্কার—বাঁকুড়ায় ১১.২, কৃষ্ণনগরে ১২.৩, পুরুলিয়ায় ১১.৪ ডিগ্রি। উত্তরবঙ্গ তো আরও জমে–যাওয়া পরিবেশে—দার্জিলিংয়ে পারদ নেমেছে ৬.২ ডিগ্রিতে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ন্যূনতম তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ ডিগ্রির কাছাকাছি।
মৌসম দফতরের মতে, শুকনো উত্তর-পশ্চিম হাওয়া বইতে থাকায় আগামী কয়েকদিন আরও নামবে পারদ। শীতের ‘রিয়েল ফিল’ তবে পুরুলিয়ায় সবচেয়ে বেশি—কৃষি দফতরের যন্ত্র মেরামত না হওয়া পর্যন্ত তার সঠিক হিসেব অবশ্য মিলবে না।





Post Comment