insta logo
Loading ...
×

আবহাওয়া অফিসের পূর্বাভাস বাড়বে কুয়াশা, শীতও

আবহাওয়া অফিসের পূর্বাভাস বাড়বে কুয়াশা, শীতও

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

মেঘলা আকাশ, রোদের অনুপস্থিতি আর হালকা ঠান্ডার দাপট—ডিসেম্বরের প্রথম দিনেই পুরুলিয়ার আবহাওয়ায় শীতের ছোঁয়া আরও স্পষ্ট। দেশজুড়ে আবহাওয়ার রদবদলের মাঝেই দক্ষিণে সক্রিয় ঘূর্ণিঝড় দিতওয়াহ এবং উত্তরে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি মিলিয়ে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার ওঠানামা অব্যাহত। সরাসরি প্রভাব না পড়লেও ঝড়ের কারণে বাতাসের গতি ও দিক পরিবর্তিত হওয়ায় শীত অনুভূতি বেড়েছে জঙ্গলমহলে।

জেলা কৃষি দফতরের সোমবারের তথ্য বলছে, পুরুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড হয়নি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আরও কমে দাঁড়িয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস—এক দিনের ব্যবধানে প্রায় আড়াই ডিগ্রি কমেছে দিনের পারদ। ফলে সকাল থেকেই ঠান্ডার দাপট আগের তুলনায় বেশি অনুভূত হচ্ছে শহর ও গ্রামাঞ্চলে।

আবহাওয়াবিদদের অনুমান, আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ভোরে কুয়াশার পরিমাণ বাড়বে বলেই ধারণা।

Post Comment