insta logo
Loading ...
×

কুয়াশা-মাখানো পুরুলিয়া কাঁপছে মাঝ ডিসেম্বরে

কুয়াশা-মাখানো পুরুলিয়া কাঁপছে মাঝ ডিসেম্বরে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের মাঝেও কাগজের হিসেব আর বাস্তবের অনুভূতির ফারাক স্পষ্ট পুরুলিয়ায়। শুক্রবার কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রিতে নথিভুক্ত হয়েছে।

তবে পরিসংখ্যান যাই বলুক, শনিবার সকাল থেকে কুয়াশায় মোড়া পুরুলিয়া কার্যত শীতের দাপটে কাঁপছে। সূর্যের দেখা নেই বললেই চলে। ঘন কুয়াশার আড়ালে ঢাকা আকাশ, তার উপর শিরশিরে হাওয়া—সব মিলিয়ে শীতের অনুভূতিতে অনেকের কাছেই যেন টেক্কা দিচ্ছে শৈলশহর দার্জিলিংকে।

জেলাবাসীর কথায়, কাগজে কলমে পারদ কিছুটা ওপরে থাকলেও বাস্তবে ঠান্ডার দাপট অনেক বেশি। সকাল ও ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, মাঠঘাট। দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলেও সাবধানতার প্রয়োজন পড়ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে কুয়াশার দাপট আরও কিছুদিন থাকতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাব বাড়লে আগামী দিনে শীতের কামড় আরও তীব্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা।

Post Comment