insta logo
Loading ...
×

পশ্চিমি ঝঞ্ঝা ঠেকিয়ে রেখেছে শীত, কবে ফের কনকনে ঠাণ্ডা?

পশ্চিমি ঝঞ্ঝা ঠেকিয়ে রেখেছে শীত, কবে ফের কনকনে ঠাণ্ডা?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের মাঝেই পুরুলিয়ায় তাপমাত্রার ওঠানামা স্পষ্ট। সোমবার কৃষি দপ্তরের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই হিসাবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নেমেছে ৯.৯ ডিগ্রিতে।

এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, একই দিনে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ন্যূনতম তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। ফলে দুই দপ্তরের রিপোর্টে রাতের তাপমাত্রা নিয়ে উল্লেখযোগ্য ফারাক ফের সামনে এসেছে। পুরুলিয়া শহরের সার্কিট হাউসে আছে আবহাওয়া দপ্তরের যন্ত্র। আর হাতোয়াড়ায় কৃষি দপ্তরের যন্ত্র।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা ও শুকনো উত্তুরে বাতাসের প্রবাহ আপাতত ব্যাহত হচ্ছে। তার জেরেই মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা সেভাবে নামছে না।

এ দিকে দিনের বেলায় দক্ষিণ–পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে। উত্তুরে হাওয়া সেই বাতাসকে পুরোপুরি ঠেকাতে পারছে না। ফলত শীতের আমেজে সাময়িক ভাটা। আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটলে দক্ষিণবঙ্গে নতুন করে পারদ পতনের সম্ভাবনা কম।

তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী নয় বলেই ইঙ্গিত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯ তারিখের আগে-পরে দেশে ফের সক্রিয় হবে উত্তুরে কনকনে হাওয়া। সেই সময় দক্ষিণবঙ্গ-সহ পুরুলিয়াতেও তাপমাত্রা আবার নামতে পারে।

Post Comment