নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পুরুলিয়ায় শীতের দাপট আরও খানিকটা বাড়ল। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল এক ধাক্কায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রাতের পারদ ক্রমশ নামতে থাকায় জেলাজুড়ে এখন টানটান শীতের অনুভব।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন শুষ্ক বায়ুপ্রবাহে আরও ঠান্ডা পড়তে পারে। সকালে এবং ভোরবেলা কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।





Post Comment