নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ভোরবেলা ঠান্ডা হাওয়ার স্পর্শে পুরুলিয়ার সকাল শুরু হলেও আকাশে হালকা মেঘের চাদরে তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি। বৃষ্টির দেখা মেলেনি।
এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। তবে সেই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি পুরুলিয়া জেলায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস।





Post Comment