অমরেশ দত্ত, মানবাজার:
আর চিন্তা নেই অবাক জলপানের সেই পথিকের। জল পাই কোথায় বললে মানবাজারের লোক সোজা তাকে বাসস্ট্যান্ডে নিয়ে আসবে। এখানে মিলবে পরিশ্রুত টলটলে পানীয় জল। ঠান্ডা এবং গরম আলাদা আলাদা। তবে ফ্রিতে নয়, গাঁটের কড়ি খসিয়ে তবেই মিলবে জল। খরচ মাত্র ২ টাকা।
মানবাজার এলাকায় কর্মরত সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন, তারই ব্যবস্থা করল স্থানীয় বিশরী গ্রাম পঞ্চায়েত। আজ শুক্রবার মানবাজার বাসস্ট্যান্ডে ওয়াটার এটিএমের উদ্বোধন করেন বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা। এদিন উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহকারি সভাপতি দিলীপ পাত্র সহ বিশিষ্টজনেরা। মূলত পথচলতি মানুষ, বাসের জন্য অপেক্ষারত যাত্রী, ডেলিভারি বয়, গাড়ি চালকরা প্রত্যেকেই পানীয় জল পেয়ে বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা। এটিএম তৈরি করতে খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা।
Post Comment