তাপস কুইরি, বাঘমুণ্ডি :
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর ওই ভিডিও রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালে আগত রোগীর পরিজনেরা হাসপাতাল বাদ দিয়ে ব্লক অফিস চত্বর থেকে পানীয় জল নিয়ে আসছেন। তাঁদেরকে জিজ্ঞাসা করা হলে তারা সাফ জানাচ্ছেন হাসপাতালে পানীয় জল নেই। হাসপাতাল চত্বরে পানীয় জল না পাওয়ায় বাধ্য হয়ে ব্লক চত্বর থেকে জল নিয়ে যেতে হচ্ছে তাদের। এছাড়াও হাসপাতালের বাইরের একাধিক লাইট বিকল, চারিদিকে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় জমা হয়ে রয়েছে জল। বললেন স্থানীয় বাসিন্দা
গণেশ কুমার। রোগীর পরিজন ভীম সিং মুড়া বললেন, এই জলসঙ্কটের ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয়দের।
বাঘমুন্ডির ব্লকের মানুষদের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসা ব্লকের পাথরডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পানীয় জলের মতো একটি প্রাথমিক ও অত্যন্ত জরুরি বস্তু যদি হাসপাতালে না থাকে, তবে স্বাস্থ্য ফিরবে কী করে? প্রশ্ন বাসিন্দাদের।
Post Comment