insta logo
Loading ...
×

ভোজ খেতে এসে মেনুতে বোলতার হুল! হাসপাতালে আহতরা

ভোজ খেতে এসে মেনুতে বোলতার হুল! হাসপাতালে আহতরা

অমরেশ দত্ত, কেন্দা:

ছিলো উপনয়নের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান চলাকালীন বোলতার হামলা। আহত বেশ কয়েকজন। ঘটনা আজ সোমবার পুরুলিয়া জেলার কেন্দা থানার পানিপাথর অঞ্চলের মা কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দিরে ধানবাদ থেকে আসা একটি পরিবারের উপনয়ন অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনুষ্ঠান চলাকালীন বন বোলতার ঝাঁক আক্রমন চালায়। পরিবার সূত্রে জানা যায় ঘটনাস্থলে বন বোলতার হুলের আঘাতে ১২ জন আহত হয়েছেন। পরবর্তীকালে আহতদের চাকলতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ।

Post Comment