insta logo
Loading ...
×

বান্দোয়ানে লেলে মাছির কামড়ে জখম বনকর্তা সহ ৬ কর্মী

বান্দোয়ানে লেলে মাছির কামড়ে জখম বনকর্তা সহ ৬ কর্মী

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। সেই অবস্থাই হল বনকর্মীদের।‌ প্রাণ বাঁচাতে কেউ আশ্রয় নিল বাড়িতে। কেউ বা গাড়িতে। উপস্থিত বুদ্ধি খাটিয়ে বিট অফিসার শুয়ে পড়লেন মাটিতে। লেলে মাছির কামড়ে জখম বনকর্তা সহ ৬ জন কর্মী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ান ২ রেঞ্জের লতাপাড়া বিট অফিসে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে , বসন্তের ঝরাপাতা ও ঝোপঝাড় পরিষ্কার করতে এদিন কয়েকজন বনকর্মী বিট কার্যালয় চত্বরে সাফাই করছিলেন। সাফাই করা আবর্জনা কয়েক জায়গায় জমা করার পর সেগুলি পুড়িয়ে ফেলা হচ্ছিল। কিন্তু তাদের নজরে এড়িয়ে যায় যে কার্যালয় চত্বরেই একটি শিমূল গাছে বেশ কয়েকটি লেলে মাছি বা বন বোলতার চাক রয়েছে। আগুনের ধোঁয়ায় আচমকা ঝাঁকে ঝাঁকে গাছ থেকে উড়ে এসে লেলে মাছিগুলি বন কর্মীদের উপর আক্রমণ চালায়। চারজন বন কর্মী হুল বিদ্ধ হওয়ার পরেই তারা তড়িঘড়ি আবাসনে ঢুকে দরজা, জানালা বন্ধ করে দেন। বান্দোয়ান ২ বনাঞ্চলের রেঞ্জার শঙ্কর বারারি শরীরের কয়েক জায়গায় কামড় খাওয়ার পরেও মাথায়-মুখে গামছা ঢেকে ছুটতে ছুটতে গাড়িতে উঠে পড়েন। তবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে দু একটি বোলতার হুল শরীরে পড়ার পরেই সেখানেই একেবারে মাটিতে শুয়ে পড়েন লতাপাড়া বিট অফিসার সাধন বাউরি। প্রায় আধ ঘন্টার উপর তিনি সেখানে শুয়ে ছিলেন। পরে তিনিও গাড়িতে উঠে পড়েন। প্রায় ২০ মিনিটের এই হামলার জেরে হুলস্থূল কান্ড বেঁধে যায় ওই এলাকায়। প্রাথমিক চিকিৎসা করানো হয় সকলকে।

Post Comment