নিজস্ব প্রতিনিধি, আদ্রা ও মানবাজার: আবারও মৌমাছির কামড়ে মৃত্যু পুরুলিয়ায়। দুটি পৃথক ঘটনায় একজনের মৃত্যু ও দু’জন জখম হয়েছেন। বুধবার সকালে আদ্রা থানার ডুমরাকুড়ি গ্রামে মৌমাছির হুলে বৃদ্ধ হয়ে মারা যান কৃষ্ণপদ বাউরি (৭৬)। অন্যদিকে মানবাজার থানার নাগদাগোড়া বাঁশক্যাটা গ্রামে মৌমাছির আক্রমণে জখম হন চরন শবর ও তার নাতনি পায়েল শবর। তারা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে শরীরের তেল মেখে শীতে রোদ পোহাচ্ছিলেন কৃষ্ণপদ বাবু। সেইসময় লাগোয়া একটি গাছ থেকে এক ঝাঁক মৌমাছি হঠাৎ করে তার শরীরের হুল ফোটায়। লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।
অন্যদিকে মানবাজারের ওই গ্রামের অদূরে গরু চরাতে গিয়েছিলেন দাদু-নাতনি। সেই সময় এক ঝাঁক মৌমাছি তাদের আক্রমণ করলে তারা জখম হন। তাদেরও চিকিৎসা চলছে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে।
Post Comment