নিজস্ব প্রতিনিধি , ঝালদা
বিশ্বকর্মার অকাল বোধন! সারা বাংলা যখন সারস্বত সাধনায় মেতেছে, তখন অকাল বিশ্বকর্মা পূজায় মাতলো ঝালদার আনন্দবাজার সুত্রধর বিশ্বকর্মা পুজো কমিটি।
পুরুলিয়া জেলার ঝালদা পুর শহরে এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেল সরস্বতী পুজোর দিন।
কমিটির পক্ষ থেকে গিরিধারী সূত্রধর, মথুর সূত্রধর ও ধনঞ্জয় সূত্রধর জানান, “আমরা পূর্বপুরুষ ধরে মাঘ মাসে সরস্বতী পূজার দিনই বিশ্বকর্মা পূজা করি। কারণ ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা পূজার সময় প্রায় সকলেই জেলার বাইরে দুর্গা প্রতিমা গড়তে যান। সকলেই ব্যস্ত থাকেন। তাই এই সময় আমরা আমাদের কুল দেবতার পূজা করি। দীর্ঘ ২৫ বছর ধরে চলে আসছে এই ট্র্যাডিশন। আগে প্যান্ডেল করে হতো শিল্পের দেবতার আরাধনা। এখন পাকা টাইলস বসানো মন্দির হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার।”
এই পূজা শুধুমাত্র ঝালদা আনন্দবাজার সূত্রধর কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয়। সূত্রধর পরিবারগুলি মিলিত ভাবে এই পুজো করে আসছে। তা সত্বেও এলাকার মানুষের সোৎসাহ অংশগ্রহণ একে রূপ দিয়েছে বারোয়ারির।
Post Comment