নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরুলিয়ার প্রবাদ ‘এ বাপ না সাপ!’ সেই প্রবাদই যেন সত্য হলো ঝালদায়। কনকনে ঠাণ্ডায় ছেলে – মেয়েদের ঘর থেকে বের করে দিল বাপ। প্রতিবাদ করে স্বামীর হাতে বেদম পিটুনি জুটল স্ত্রীর কপালে। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার জারগো গ্রামে। থানায় দায়ের অভিযোগ। আর তারপরেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ। ধৃতের নাম গৌর চন্দ্র রজক।
পুলিশ সূত্রে জানা গেছে স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে শুক্রবার জারগো গ্রামের বাসিন্দা মেনকা রজক থানার দ্বারস্থ হন। অভিযোগ, ১৯ বছরের সাংসারিক জীবন তাদের। একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে তাদের। প্রায় প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে অশান্তি করে স্বামী। সোমবার মাত্রা ছাড়ায় অত্যাচার। ওইদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে সন্তানদের গালাগালি দিতে থাকে। কনকনে ঠান্ডায় দুই সন্তানকেই বাড়ির বাইরে বের করে দেয়। প্রতিবাদে উত্তমমধ্যম জুটে যায় বধূর কপালে। মেনকা দেবীর অভিযোগকে তার স্বামীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ।
শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment