insta logo
Loading ...
×

ধানজমিতে জল ঢুকে পাকা ফসল নষ্ট, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

ধানজমিতে জল ঢুকে পাকা ফসল নষ্ট, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

জাইকা জল প্রকল্পের পাইপ লিক হয়ে ধানের জমিতে ঢুকছে জল, আর সেই জলে ডুবে যাচ্ছে বিঘার পর বিঘা পাকা ধান। জল প্রকল্পের ফাঁকেই ভেসে যাচ্ছে চাষিদের ঘামঝরা ফসল! ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার সকালে পুরুলিয়ার মানবাজার থানার চল্লার মোড়ে মানবাজার– পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার শতাধিক গ্রামবাসী। অবরোধের জেরে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী লরিও আটকে পড়ে রাস্তায়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার পুলিশ ও জাইকা জল প্রকল্পের কর্মীরা। দীর্ঘ আলোচনার পর, সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দা জয়দেব মুখার্জী বলেন,
“আমাদের ধানের জমিতে জাইকা প্রকল্পের পাইপ থেকে জল ঢুকে পাকা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে অনেক কৃষক এখন বিপদের মুখে।”

এ বিষয়ে জাইকা জল প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজা বিশ্বাস জানান, “আমরা বিষয়টি জানি। পাইপলাইনটি কোথা থেকে লিক করছে তা চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত মেরামতির কাজ শুরু হবে। কৃষকদের সমস্যা সমাধানে আমরা বদ্ধপরিকর।”
গ্রামবাসীদের দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

Post Comment