নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: লক্ষ্মীপুজোয় পদ্মফুল তুলতে গিয়ে বিপদ। সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার কোজাগরী পূর্ণিমার দিন সকাল ৭ টা নাগাদ বলরামপুরের ঘাটবেড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিষ্ণু সিংহ (৫৫)। তার বাড়ি বলরামপুরের ঘাটবেড়ায়। ওই দিন সাতসকালে তিনি ঘাটবেড়ার জেরকা গ্রামের পুকুরে পদ্মফুল সংগ্রহ করতে নামেন। ঘন্টাখানেক পর ওই পুকুরের পাশে অচৈতন্য অবস্থায় তাকে দেখতে পান এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা জানান সাপের কামড়ে তার প্রাণ গিয়েছে। এই ঘটনায় উৎসবের মরশুমে শোকের ছায়া জঙ্গলমহল ঘাটবেড়ায়।

Post Comment