নিজস্ব প্রতিনিধি, আড়শা:
আগামী অর্থবর্ষে গ্রামোন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তৈরি করতে গ্রামসভা অনুষ্ঠিত হল আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামসভা অনুষ্ঠিত হয় পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে। এদিন সকলের উপস্থিতিতে এলাকার উন্নয়নে নানা প্রকল্প ও ২০২৬-২৭ অর্থবর্ষের নানা পরিকল্পনা গুলো বিষয়ে সকলের সাথে আলোচনা করা হয়। গ্রামসভা উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় ছৌ নৃত্য। ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক, উপপ্রধান মীরা মাঝি প্রমুখ।










Post Comment