দেবীলাল মাহাত, আড়শা:
“করলে সবাই অংশগ্রহণ, তবেই হবে উন্নয়ন ” এই বার্তা নিয়ে বার্ষিক গ্রামসভা অনুষ্ঠিত হল জঙ্গলমহল আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতে। এই সভা থেকে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করার পাশাপাশি আগামী দিনের কাজের রূপরেখা ঠিক করা হয়েছে। জানালেন বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক। উপস্থিত ছিলেন বেলডি গ্রাম পঞ্চায়েতের সচিব গোপাল মাছোয়ার সহ ১২টি সংসদের শতাধিক মানুষ। সভায় পুরুলিয়ার ছৌ শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় ছৌনৃত্য।











Post Comment