insta logo
Loading ...
×

ভিডিও কলের ফাঁদে হাপিশ দশ লক্ষ,সাফল্য সাইবার পুলিশের

ভিডিও কলের ফাঁদে হাপিশ দশ লক্ষ,সাফল্য সাইবার পুলিশের

বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া :

যমে মানুষে টানাটানির মতো এ ছিলো প্রতারক আর সাইবার পুলিশের টানাটানি। শেষমেশ দীর্ঘ পাঁচ মাস ধরে সাইবার পুলিশের প্রচেষ্টা হলো সফল। প্রাপকের হাতে ৫ লক্ষ টাকা ফিরিয়ে দিল পুরুলিয়া সাইবার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২৪ এর ১৬ই অক্টোবর পুরুলিয়া নামোপাড়ার রথতলা এলাকার এক বাসিন্দা স্বপন কুমার দত্ত নামের এক ব্যক্তির কাছে অজ্ঞাত পরিচয় নাম্বার থেকে ফোন আসে। ওই ব্যক্তি নিজেকে ট্রেজারি অফিসের আধিকারিক বলে নিজের পরিচয় দেয়। স্বপন বাবুকে বলে, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ কথা বলার পর ওই প্রতারক স্বপন বাবুর বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।
তারপর ওই প্রতারক ব্যক্তি একটি ভিন্ন নাম্বার থেকে ভিডিও কল করেন। প্রতারকের কথা অনুযায়ী তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেন স্বপন বাবু। ভিডিও কলে কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দেয় প্রতারক। ব্যাংকের বিশেষ কিছু তথ্য জানার চেষ্টা করেছিল সে।কিন্তু প্রতারককে তা জানানো হয়নি।

পরের দিন স্বপন বাবু জানতে পারেন তার ব্যাংকিং ইউনো অ্যাপ বন্ধ হয়ে গিয়েছে। তড়িঘড়ি ব্যাংক শাখায় যোগাযোগ করলে জানতে পারেন কেউ বা কারা দু দফায় মোট দশ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে।

হতচকিত স্বপন বাবু ছুটে যান পুরুলিয়া সাইবার থানায়। ঘটনাটি সম্পর্কে অভিযোগ জানাতেই ঘটনার তদন্তে নেমে পড়ে পুরুলিয়া সাইবার থানার পুলিশ।

মোট দশ লক্ষ টাকা ব্যাংক থেকে বেরিয়ে গেলেও সম্পূর্ণ টাকা উপভোগ করতে পারেনি প্রতারক। কারণ মাঝপথে ওই প্রতারকদের আটকে দিয়েছিল সাইবার পুলিশ। প্রতারক এবং সাইবার পুলিশের টানা ৫ মাস লড়াইয়ের পর অবশেষে সাইবার প্রতারকদের হাত থেকে পাঁচ লক্ষ টাকা বের করে আনতে সক্ষম হয় পুরুলিয়া সাইবার পুলিশ।

সেই টাকা সোমবার প্রাপক স্বপন কুমার দত্তের হাতে ফিরিয়ে দেয় পুলিশ। পাঁচ লক্ষ টাকা ফিরে পেয়ে যেন মাঝসমুদ্রে অক্সিজেন পাওয়ার মতো স্বস্তি বোধ করেন প্রাপক।

সাইবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশ শতাংশ টাকা প্রাপকের হাতে ফিরিয়ে দেওয়ার পর বাকি টাকা ফিরিয়ে আনার এবং প্রতারককে ধরার প্রক্রিয়া জারি রয়েছে।

Post Comment