নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
জ্বলছে নরম মোম। সুগন্ধি আবহে একের পর এক ইভেন্ট চারতারা হোটেলে।ভ্যালেন্টাইনের আয়োজনে দেহাতের পুরুলিয়া ঝকঝকে স্মার্ট। রোমান্স এন্ড ফ্লেভারস, ক্যান্ডেললাইট ডিনার, কমপ্লিমেন্টারি হার্ট শেপড স্মল কেক উইথ রোজ, বারটেন্ডারস স্পেশাল মকটেল, বেস্ট কাপল, মোস্ট এনার্জেটিভ কাপল, বেস্ট ড্রেসড কাপল। এই ইভেন্টগুলি নিয়ে ভালোবাসার দিন উদযাপিত হলো পুরুলিয়া শহরের চারতারা হোটেলে।চারতারা হোটেলের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, ” ভ্যালেন্টাইন বলে কথা। অন্যরকম আয়োজন না হলে আমাদের প্রতিষ্ঠানে প্রেমিক যুগল আসবেই বা কেন!”
হোক না পাশ্চাত্য সংস্কৃতি! তাতে মিশে গেল ষোলআনা বাঙালির বনেদিয়ানা
ভালোবাসার থালিতে ছিলো লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ধোকার ডালনা, বাসমতি রাইস, বাসন্তি পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন কষা, লেবু লঙ্কা মুরগি, চাটনি, পাঁপড়, পান্তুয়া , নলেন গুড়ের পায়েস এবং পান। পুরুলিয়া শহরের রাঁচি রোডের এই বাঙালিয়ানায় ভরপুর রেস্তোরাঁয় জমে উঠেছিল ভ্যালেন্টাইনের দুপুর। ম্যানেজার ধনঞ্জয় মাহাতো বলেন, “এদিন আমাদের এই ভালোবাসার থালিটা একপ্রকার ব্র্যান্ড হয়ে গিয়েছে। বেশ কয়েক বছর ধরে এই থালির জন্য ভিড় জমছে। এবছরও যথেষ্ট ভিড় ছিল। “
মাধ্যমিকের কোপে
শহরের প্রেম কুঞ্জ বলে পরিচিত সুভাষ উদ্যানে সেভাবে ভিড় ছিল না। তাছাড়া কয়েক বছর ধরেই এই প্রেমের দিনে ওই উদ্যানে যাতে কোনো দৃশ্য দূষণ না হয় তাই বনদপ্তরের দৃষ্টি ছিল সজাগ।
এদিকে প্রেমের সপ্তাহে রোজ ডে-র চেয়েও এদিন বেশি দামে বিক্রি হয় গোলাপ। বিক্রি হয়েছে ২০ টাকা দরে।
Post Comment