insta logo
Loading ...
×

বোরোতে পুকুর পাড়ে অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনাচ্ছে

বোরোতে পুকুর পাড়ে অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘনাচ্ছে

নিজস্ব প্রতিনিধি,বোরো:

দুপুরের স্নানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না ধীরেন মাহাত (৪৫)। বোরো গ্রামে পুকুরপাড়ে তার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এদিনও ধীরেনবাবু পুকুরের দিকে হাঁটছিলেন। কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা তাকে পুকুর পাড়ের ধারে পড়ে থাকতে দেখেন। দ্রুত খবর পৌঁছায় তাঁর বাড়িতে। পরিবার ও প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তখনই তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপ্রত্যাশিত এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধীরেন মাহাতের মৃত্যু কারন‌ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হয়। সঠিক কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করছে বোরো থানার পুলিশ।

ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বোরো থানার পুলিশ।

Post Comment