নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
অভিযোগ অন্যের জমি হয়েছে ‘বেদখল’। হয়েছে মামলা। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সেই ‘দখলদার’- কে সরিয়ে
জমির মালিককে দখল পাইয়ে দিতে এসে পিছু হটতে বাধ্য হলো প্রশাসন। কারণ আদিবাসী কুড়মি সমাজের প্রতিবাদ।
ঘটনার কেন্দ্রে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডের ঠিক পিছনে সদর শহরের ৫ নম্বর ওয়ার্ডে বি টি সরকার রোড এলাকায় থাকা আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ব্যক্তি মালিকানায় থাকা জমি, বাড়ি। অভিযোগ অন্যের জায়গা দখল করে এখানে গ্যারাজ খুলে ব্যবসা করছেন তিনি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশে এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে পুলিশ সেখানে যায়। সেখানে উপস্থিত অজিতপ্রসাদ মাহাতোর আইনজীবিরা আপত্তি তোলেন। সঙ্গে প্রায় হাজার মানুষের জমায়েত ছিলো সেখানে। ওই এলাকায় আদিবাসী কুড়মি সমাজ প্রতিবাদ সভা করে ঝুমুর গানে প্রতিবাদও করছিল। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় ফিরে আসে প্রশাসন। এদিন যার বিরুদ্ধে অভিযোগ সেই কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ” আমার আইনজীবীরা আপত্তি তোলায় প্রশাসন ফিরে গিয়েছে।” ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি অভিযোগকারী পীড়িত পরিবারের প্রতিক্রিয়া।











Post Comment